Search
Close this search box.
Search
Close this search box.

পাকিস্তানে জঙ্গিবিমান বিধ্বস্ত হয়ে নারী পাইলট নিহত

Pakistani-fighter-jetপাকিস্তানে বিমান বাহিনীর একটি জঙ্গিবিমান বিধ্বস্ত হয়ে এর নারী পাইলট নিহত হয়েছে। বিমান বাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‌’নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম’ চলার সময় মঙ্গলবার মানওয়ালিতে এ দুর্ঘটনা ঘটে। বিমানটির দ্বিতীয় বৈমানিক বেঁচে গেছেন।

বিবৃতিতে আরো বলা হয়, “স্কোয়াড্রন লিডার সাকিব আব্বাসি এবং ফ্লাইং অফিসার মারিয়াম মুখতিয়ার নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে অভিযানে বের হন। অভিযানের শেষ পর্যায়ে তারা জরুরি পরিস্থিতির সম্মুখীন হন।”

chardike-ad

“মাটিতে থাকা বেসামরিক নাগরিকদের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা বিমানটি খালি জায়গার দিকে উড়িয়ে নেন। পরে মানওয়ালিরকুন্দিয়ানের কাছে বিমানটি বিধ্বস্ত হয় এবং দুই বৈমানিক ছিটকে বাইরে বেরিয়ে আসেন।”

এই প্রথম পাকিস্তান বিমান বাহিনীর কোনো নারী বৈমানিক বিমান চালানোর সময় দুর্ঘটনায় পতিত হয়ে মৃত্যু বরণ করলেন। ২০১৩ সালে পাকিস্তান বিমান বাহিনীর ১৩ জন নারী যুদ্ধবিমান চালানোর অনুমতি পান।