Search
Close this search box.
Search
Close this search box.

‘রুশ বিমানের রুট ফাঁস করে যুক্তরাষ্ট্র’

putinরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিযোগ করে বলেছেন, রাশিয়ার যুদ্ধবিমান ভূপাতিত করার আগে এর ফ্লাইট রুট তুরস্কের কাছে ফাঁস করে দেয় যুক্তরাষ্ট্র।

পুতিন বলেন, ‘যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইসলামি স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইরত সহযোগী দেশগুলোকে রাশিয়ার বিমান লক্ষ্যবস্তুতে পরিণত না করার নিশ্চয়তা দেওয়া হয়েছিল।’

chardike-ad

গত ২৪ নভেম্বর মঙ্গলবার তুরস্কের আকাশসীমা লঙ্ঘনের দায়ে রাশিয়ার যুদ্ধবিমান ভূপাতিত করে তুর্কি বাহিনী। তাদের দাবি এ নিয়ে ১০ বারেরও বেশি সতর্ক করার পরও বিমানটির পাইলটরা বিষয়টি আমলে নেয়নি। বেঁচে যাওয়া এক পাইলট অবশ্য দাবি করেছেন, তারা কোনো সতর্কবার্তা শুনতে পাননি। বিমান ভূপাতিত করার সময় দুই পাইলট প্যারাস্যুটে করে নামার সময় একজনকে গুলি করে হত্যা করা হয়। অপর পাইলটকে সিরিয়া ও রাশিয়ার সেনাবাহিনী বিশেষ অভিযানে উদ্ধার করে।

ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয় ওলাদেঁর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে পুতিন বলেন, ‘আইএস বিরোধী যৌথ বাহিনীর নেতৃত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া আরেক মিত্র তুরস্ক হামলা চালাতে পারে না। যুক্তরাষ্ট্রই কেবল জানে রাশিয়ার বিমান উড্ডয়নের সময়সূচি। কারণ তাদের সঙ্গে সমন্বয় করেই বিমান উঠানামা করা হয়।’

তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া অনলাইন।