Search
Close this search box.
Search
Close this search box.

হাফিজকে কারণ দর্শানোর নোটিশ

hafezপাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরের বিরুদ্ধে মন্তব্য করায় দলের সিনিয়র ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। স্থানীয় এক্সপ্রেস ট্রিবিউন পত্রিকায় প্রকাশিত রিপোর্টে এ কথা বলা হয়েছে।

বিপিলে চিটাগাং ভাইকিংসের হয়ে আমিরের সঙ্গে একই দলে খেলতে অস্বীকার করেন হাফিজ তিনি বলেন, ব্যক্তিগতভাবে আমির কিংবা চিটাগাং দলের সঙ্গে আমার কোন সমস্যা নেই। তবে আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে এমন কারো সঙ্গে একই ড্রেসিংরুম আমি শেয়ার করতে পারি না।

chardike-ad

কিন্তু এমন অবস্থায় আমিরের বিষয়ে হাফিজের মন্তব্যকে ভাল চোখে নেয়নি পিসিবি। তাই বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে থাকা হাফিজকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে পাকিস্তান ক্রিকেট কর্তৃপক্ষ। এটা হয়তো আমিরের পাকিস্তান জাতীয় দলে ফেরার ইঙ্গিত!

২০১০ সালে পাকিস্তান দলের ইংল্যান্ড সফরে লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ের দায়ে আমির, তৎকালীন অধিনায়ক সালমান বাট এবং অপর পেসার মোহাম্মদ আসিফ সকল প্রকার ক্রিকেট থেকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হন।