বৃহস্পতিবার । ডিসেম্বর ১৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ২০ মার্চ ২০১৬, ১:২৮ অপরাহ্ন
শেয়ার

‘তিন মোড়ল দলের কোনো খেলোয়াড় প্রশ্নবিদ্ধ হয়নি’


taskinবোলিং অ্যাকশনে ত্রুটির কারণে বাংলাদেশের দুজন বোলার তাসকিন আহমেদ এবং আরাফাত সানির ওপর আন্তর্জাতিক ক্রিকেটে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে আইসিসি।
আইসিসি বলছে, চেন্নাইতে পরীক্ষার পর দেখা গেছে, দুজনের কারোরই বোলিং অ্যাকশন বৈধ নয়। এর ফলে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার আর সুযোগ নেই এই দুজন বাংলাদেশি বোলারের।
টুর্নামেন্টের মাঝপথে দলের দুজন খেলোয়াড়ের ওপর নিষেধাজ্ঞা বাংলাদেশ দলের ওপর কী প্রভাব ফেলবে? আন্তর্জাতিক ক্রিকেট ভাষ্যকার শামীম আশরাফ চৌধুরী মনে করেন “তাসকিন, সানি না থাকায় এর একটা প্রভাবতো বাংলাদেশ দলের ওপর পড়বেই।”
শামীম আশরাফ চৌধুরী বলেছেন, “তাসকিন বিশেষ করে যেভাবে বোলিং অ্যাটাক শুরু করছিল-খেলার শুরুতে যেভাবে বল করতে হয়, প্রথমেই ব্যাটসম্যানদের যে ধরনের চাপ প্রয়োগ করতে হয় এবং প্রথম পাওয়ার প্লে ওভারগুলোতে যেভাবে নিয়ন্ত্রিত বোলিং করতে হয় সেদিক থেকে খুব ভালো বোলিং করছিল। একধরনের রিদমের মধ্যে ছিল তাসকিন। সেদিক থেকে বাংলাদেশ দলকে বিপাকেই ফেলবে।”
শামীম আশরাফ চৌধুরী বলেন, “অন্যদিকে আরাফাত সানিও কিন্তু যে যে উইকেট স্পিন ফ্রেন্ডলি সেখানে বাড়তি বাঁক আদায় করতে সক্ষম। দুজন দক্ষ খেলোয়াড়কে বাংলাদেশ হারাতে যাচ্ছে অবশ্যই এটা প্রভাব ফেলবে।”