Search
Close this search box.
Search
Close this search box.

পানামায় অস্ত্রসহ উত্তর কোরিয়ার জাহাজ আটক

অনলাইন প্রতিবেদক, ১৭ জুলাই ২০১৩:

অস্ত্রসহ উত্তর কোরিয়ার একটি জাহাজ আটক করার দাবি করেছে পানামা। সোমবার দেশটির প্রেসিডেন্ট রিকার্ডো মারটিনেল্লি এক বিবৃতিতে এ কথা জানান। কিউবা থেকে উত্তর কোরিয়ায় যাওয়ার পথে এ জাহাজকে আটক করা হয়। এ সময়, জাহাজটির ক্যাপ্টেন আত্মহত্যার চেষ্টা করেন বলেও প্রেসিডেন্ট মারটিনেল্লি জানিয়েছেন।

chardike-ad

image_35716_0তবে, পানামার প্রেসিডেন্টের এ বিবৃতিতে জাহাজটির নাম উল্লেখ করা হয়নি। বিবৃতিতে বলা হয়েছে, মাদক পাচারের সঙ্গে জড়িত সন্দেহে পানামা খালের দিকে এগিয়ে যাওয়ার সময় নিরাপত্তা বাহিনী জাহাজটির ওপর নজর রাখছিল। আটকের পর জাহাজটি বন্দরে নেয়া হয়। এর কার্গো ডেকে তল্লাশি চালিয়ে চিনির মধ্যে লুকানো কিছু কন্টেইনারের মধ্যে অস্ত্র পাওয়া যায় বলে প্রেসিডেন্টের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

এ বিবৃতিতে আরো দাবি করা হয়েছে, আটকের পর জাহাজটির ভেতরে থাকা ৩৫ জন নাবিকের সঙ্গে পুলিশের হাতাহাতি হয়। এছাড়াও জাহাজের ক্যাপ্টেন আত্মহত্যার চেষ্টা করেন। ঘটনার পর জাহাজ ও তার নাবিকদের আটক করেছে পুলিশ।

তবে, উত্তর কোরিয়া এখনো এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। সূত্র:নতুনবার্তা, রয়টার্স, আইআরআইবি।