Search
Close this search box.
Search
Close this search box.

তুরস্কে ৩ মাসের জরুরি অবস্থা জারি

turkiতুরস্কে ব্যর্থ সেনা অভ্যত্থানের এক সপ্তাহ পর দেশব্যাপী তিন মাসের জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান।তুর্কি সংবিধানের ১২০ ধারা ক্ষমতাবলে বুধবার এক বিবৃতিতে তিনি এ জরুরি অবস্থা জারির ঘোষণা দেন।

তুর্কি সরকারি বার্তা সংস্থা আনাদোলু জানায়, শুক্রবার তুরস্কে অভ্যুত্থানের চেষ্টা চালায় দেশটির সেনাবাহিনীর বিপাদগামী একাংশ। তবে প্রেসিডেন্টের ডাকে দেশটির জনগণ তাদের সেই চেষ্টা সফল হতে দেয়নি। এরপরও সেনাবাহিনীর সঙ্গে জনগণের সংঘর্ষে ২৬১ জন নিহত এবং সহস্রাধিক আহত হয়। এর প্রায় এক সপ্তাহ পরে জরুরি অবস্থা জারি এমন ঘোষণা আসলো এরদোগানের কাছ থেকে।

chardike-ad

বিবৃতিতে এরদোগান আরও বলেন, “জরুরি অবস্থার উদ্দেশ্য কার্যকরভাবে এবং দ্রুতগতিতে দেশে গণতন্ত্রের হুমকি দূর করে আইনের শাসন, এবং মানুষের অধিকার ও স্বাধীনতার রক্ষার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়।”