Search
Close this search box.
Search
Close this search box.

হাসনাত ও তাহমিদ গ্রেফতার

hasnatগুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ৩৩ দিন পর নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত রেজাউল করিম ও কানাডা প্রবাসী যুবক তাহমিদ হাসিব খানকে সন্দেহভাজন হিসেবে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার রাতে গুলশান ও বারিধারা এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে তাদের ৫৪ ধারায় গ্রেফতার (শ্যো’ন অ্যারেস্ট)  দেখানো হয়েছে।

chardike-ad

ডিএমপির এই পুলিশ কর্মকর্তা আরো বলেন, গুলশানের ঘটনায় তাদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঠিয়ে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার পর জিম্মিদশা থেকে মুক্তি পায় হাসনাত করিম। এরপর থেকে এ ঘটনায় তার সম্পৃক্ততার বিষয়ে নানা অভিযোগ উঠে। এই পরিপ্রেক্ষিতে নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষককে আইনশৃংখলা বাহিনীর নজরদারিতে রাখা হয়।

হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলায় দুই পুলিশ কর্মকর্তাসহ ২২ জন ও ৬ জঙ্গি নিহত হয়।