দক্ষিণ কোরিয়ায় প্রবাসীদের নিয়ে প্রথমবারের মত আয়োজিত সিক্স এ সাইড ক্রিকেট টুর্ণামেন্ট গতকাল আনসানে শুরু হয়েছে। প্রবাসীদের ব্যস্তময় জীবনে আনন্দ দিতে এই টুর্ণামেন্টের আয়োজন করেছে ইপিএস স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার অর্গনাইজেশন (ইসো)। কোরিয়ার বিভিন্ন অঞ্চল থেকে আশা দশটি দল এই টুর্ণামেন্টে অংশগ্রহণ করছে।

টুর্ণামেন্টের উদ্বোধন করছেন অতিথিবৃন্দ
আনসানের দানউঅন খুছং মাঠে টুর্ণামেন্টের উদ্বোধন করেন আনসানের বিশিষ্ট ব্যবসায়ী ও এস এন ফুডের স্বত্বাধিকারী ছোটন আহমেদ এবং আশিয়ানা রেস্টুরেন্টের স্বত্বাধিকারী বিশিষ্ট সমাজ সেবক আব্দুল মতিন। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ও বাংলাভিশনের দক্ষিণ কোরিয়া প্রতিনিধি ইজাজুল হক ইজাজ। আইয়ুব আলী মন্ডল এর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ফেরদৌস টিটু, আবুল কালাম আজাদ, জিয়াউর রহমান, মীর সজল, ফয়েজ আহমেদ। অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, শাহেন শাহ, আসাদুজ্জামান আসাদ, আতাউর রহমান, কাজী মশিউর, মোজাম্মেল হক, আব্দুল আলীম, আব্দুল্লাহ আল মাহবুব, রাকিব হাসান বাবু, সাকিল আহমেদ।
টুর্ণামেন্টে স্পন্সর করেছে এস এন হালাল ফুড, এশিয়ানা রেস্টুরেন্ট, হ্যাপি স্টার ট্রাভেলস, এম এস ট্রাভেলস, আল বারাকা রেস্টুরেন্ট।

প্রথম পর্বের খেলার ফলাফল
প্রথম ম্যাচ
আনসান সুপার জায়ান্টস বনাম ফারান রাইডার্স
জয়ী – আনসান সুপার জায়ান্টস, ম্যান অব দ্য ম্যাচ সোহাগ
দ্বিতীয় ম্যাচ
ইথেউওন কিংস বনাম ইনছন ওয়ারিয়র্স
জয়ী – ইথেউওন কিংস, ম্যান অব দ্য ম্যাচ রবিউল
তৃতীয় ম্যাচ
সউল সুপার জায়ান্টস বনাম ফারান রাইডার্স
জয়ী – সউল সুপার জায়ান্টস, ম্যাচ অব দ্য ম্যাচ রাব্বি
চতুর্থ ম্যাচ
ইনছন ওয়ারিয়র্স আনসান সুপার জায়ান্টস
জয়ী – ইনছন ওয়ারিয়র্স, ম্যাচ অব দ্য ম্যাচ মিশু
পঞ্চম ম্যাচ
সউল সুপার জায়ান্টস বনাম ইথেউওন কিংস
জয়ী – সউল সুপার জায়ান্টস, ম্যাচ অব দ্য ম্যাচ মনির






































