Search
Close this search box.
Search
Close this search box.

সিঙ্গাপুরে কঠিন জীবনযাপনে অভ্যস্ত বাংলাদেশীরা

২১ আগষ্ট ২০১৩:

বাংলাদেশের মাটিতে আইন ভেঙে চলাফেরা করাটা বাংলাদেশীদের জন্য স্বাভাবিক একটি ঘটনা। কিন্তু সেই বাংলাদেশীরাই সিঙ্গাপুরের মাটিতে অর্থ রোজগারের জন্য এসে আইন মানছেন প্রতি মুহূর্তে। এক কথায় কঠিন জীবন-যাপনে অভ্যস্ত তারা।

chardike-ad

image_40541_0সকালে ঘুম থেকে উঠে কাজে বের হওয়ার পথে একজন বাংলাদেশীকে রাস্তা পার হওয়া থেকে শুরু করে বাসে বা ট্রেনে যেখানেই পা রাখুক তাকে আইন মানতে হয়। যা বাংলাদেশীরা নিজ দেশে করেন না। আইন না মেনে উপায় নেই, কারণ আইন ভাঙলে তিনশ ডলার জরিমানা। সত্যি বলতে জরিমানার ভয়টা সিঙ্গাপুরের মাটিতে প্রতিটি বাংলাদেশীর মনে সাইনবোর্ড আকারে ঝুলে আছে।

লাইন দিয়ে বাসে চড়া, লাইন দিয়ে মাটির নিচে ট্রেনে ওঠা, আর সিগারেট খাবার সময় নির্দিষ্ট জায়গা খুঁজে বের করা সবই বাংলাদেশীরা করছেন জরিমানার ভয়ে। সিগারেট খেয়ে রাস্তায় ফেললে তিনশ ডলার জরিমানা! খাবার খেয়ে রাস্তায় ফেলে দেয়া এখানে কঠিন অপরাধ। আসলে পুরো সিঙ্গাপুর শহরটা এতোটাই পরিষ্কার যে, রাস্তায় কেউ ময়লা ফেলতে গেলে নিজের কাছেই খারাপ লাগবে। এ কারণেই সিঙ্গাপুর এতো উন্নত।সুত্রঃ নতুন বার্তা ডটকম (জহির ভূইয়া,সিঙ্গাপুর থেকে)