Search
Close this search box.
Search
Close this search box.

সেনাদের সঙ্গে দাস-আচরণ করতেন দক্ষিণ কোরিয়ার জেনারেল

south-korea-armyদক্ষিণ কোরিয়ার এক জেনারেল ও তার স্ত্রীর বিরুদ্ধে বাসায় নিযুক্ত সেনা সদস্যদের সঙ্গে দাসদের মতো আচরণের অভিযোগ উঠেছে। বিষয়টি তদন্তে বুধবার সেনাবাহিনীর পক্ষ থেকে তদন্ত কমিটি করা হয়েছে।

সেন্টার ফর মিলিটারি হিউম্যান রাইটস কোরিয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, চার তারকা জেনারেল পার্ক চ্যান জু ও তার স্ত্রী তাদের বাড়িতে নিয়োজিত সেনা সদস্যদের দিয়ে কাপড় ধোয়া, ইস্ত্রি করানো, বাগান পরিচর্চা, বাথরুম পরিষ্কারের কাজ করাতেন। এমনকি তাদের পায়ের মৃত চামড়া পরিষ্কারের কাজও করানো হয় ওই সেনাদের দিয়ে।

chardike-ad

ছেলের জন্য প্যানকেক আনতে ভুলে যাওয়ায় জেনারেল পার্ক চ্যান জুয়ের স্ত্রী এক সেনার ‍মুখে ওই প্যানকেক ছুড়ে মেরেছিলেন একদিন। সেনাদের সকাল ৬টা থেকে রাত ১০টায় জেনারেলের ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত টানা কাজ করতে হতো।

সেন্টার ফর মিলিটারি হিউম্যান রাইটস কোরিয়া আরো জানিয়েছে, সেনাদের দৈনন্দিন জীবনপ্রণালীর সঙ্গে দাসদের জীবনের কোনো ফারাক ছিল না।

এদিকে অভিযোগ ওঠার পর জেনারেল পার্ক চ্যান পদত্যাগ করেছেন এবং তিনি এ ঘটনার জন্য ক্ষমা প্রার্থণা করেছেন।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, এ ঘটনায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।