Search
Close this search box.
Search
Close this search box.

সিডনিতে বিনা মূল্যে পেশাগত দক্ষতার প্রশিক্ষণ

sydniজীবিকা কিংবা উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে প্রতিবছর হাজার হাজার মানুষ আসেন অস্ট্রেলিয়ার বিভিন্ন রাজ্যে। অভিবাসীরা যে বিশাল স্বপ্ন সঙ্গে নিয়ে এ দেশে আসেন, সঠিক কর্মদক্ষতা ও দক্ষতার সঠিক প্রয়োগের অভাবে সেই স্বপ্ন অল্প কয়েক দিনেই ভাঙতে শুরু করে। তাই অস্ট্রেলিয়ায় আগত নতুন অভিবাসী ও শরণার্থীদের বিনা মূল্যে পেশাগত দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণশালার আয়োজন করেছে অ্যাডভান্স ডাইভার্সিটি সার্ভিস (এডিএস)। প্রায় মাসব্যাপী এই প্রশিক্ষণ সপ্তাহে একদিন করে অনুষ্ঠিত হবে। সম্পূর্ণ অলাভজনক ও সমাজসেবামূলক এই প্রতিষ্ঠানটি নিউ সাউথ ওয়েলস রাজ্য সরকারের ভকেশনাল শিক্ষা প্রদানকারী প্রতিষ্ঠান ট্যাফের (TAFE) সহযোগিতায় এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে।

এডিএসের একটি প্রশিক্ষণ কর্মশালার দৃশ্যআগামী ২৩ আগস্ট থেকে দক্ষতা বৃদ্ধির এই প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতি বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে এই প্রশিক্ষণ কর্মশালা। প্রশিক্ষণ কর্মশালাটি ৫২২ প্রিন্সেস হাইওয়ে, রকড্যালে অনুষ্ঠিত হবে। এ প্রশিক্ষণে অংশগ্রহণ করতে নিজের আগ্রহকেই যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে। তবে অংশগ্রহণের আগে অনলাইনে নিবন্ধন করতে হবে। সম্পূর্ণ বিনা মূল্যে ও সমাজসেবার অংশ হিসেবেই এই প্রশিক্ষণ কর্মসূচি করবে এডিএস। নিবন্ধন ও তথ্যের জন্য যোগাযোগ করা যাবে ০২–৯৫৯৭৫৪৫৫ নম্বরে অথবা <rubinah@advancediversity.org.au> ইমেইলে।
অনলাইনে সরাসরি রেজিস্ট্রেশন করা যাবে <www.surveymonkey.com/r/tsf7cgn> লিংকে।

chardike-ad