Search
Close this search box.
Search
Close this search box.

পরমাণু পরীক্ষা বন্ধ করুন: উত্তর কোরিয়াকে জাতিসংঘ

guteresউত্তর কোরিয়াকে পরমাণু পরীক্ষা বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। গতকাল (রোববার) পিয়ংইয়ং হাউড্রোজেন বোমা পরীক্ষা করার পর তিনি এ আহ্বান জানালেন।

উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচিকে অবৈধ বলেও মন্তব্য করেন গুতেরেস। বোমা পরীক্ষার ঘটনাকে তিনি আন্তর্জাতিক দায়-দায়িত্ব লঙ্ঘনের মারাত্মক দৃষ্টান্ত বলে উল্লেখ করেন। এ অবস্থায় গুতেরেস উত্তর কোরিয়াকে পরমাণু পরীক্ষা বন্ধ করার জন্য পিয়ংইয়ংয়ের প্রতি আহ্বান জানান। জাতিসংঘ মহাসচিবের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এসব কথা বলা হয়েছে।

chardike-ad

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রধান ইউকিয়া আমানোও উত্তর কোরিয়ার হাউড্রোজেন বোমা পরীক্ষার বিরুদ্ধে নিন্দা জানিয়েছেন। তিনি এ ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেন।

এদিকে, উত্তর কোরিয়ার হাউড্রোজেন বোমা পরীক্ষার বিষয়টি নিয়ে আলোচনা করতে আজ (সোমবার) জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বৈঠক বসবে। আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জাপান ও দক্ষিণ কোরিয়ার অনুরোধে এ বৈঠক হতে যাচ্ছে।