Search
Close this search box.
Search
Close this search box.

উত্তর কোরিয়ার পরমাণু পরীক্ষা কেন্দ্রের পাহাড় ধসে বিকিরণ ছড়িয়ে পড়ার আশংকা

north-koreaউত্তর কোরিয়া যে পাহাড়ের নিচে পাঁচ দফা পরমাণু পরীক্ষা চালিয়েছে তা ধসে গোটা কোরিয় উপদ্বীপ এবং চীনে বিকিরণ ছড়িয়ে পড়ার আশংকা দেখা দিয়েছে। চীনা দৈনিক সাউথ চায়না মর্নিং পোস্ট এ খবর দিয়েছে।

চীনা পরমাণু অস্ত্র কর্মসূচির গবেষক সাউথ চায়না মর্নিং পোস্টকে বলেন, পরমাণু বিজ্ঞানীরা এ ধরণের পরিস্থিতিকে বলেন, ছাদ সরিয়ে নেয়া। এমনটি যদি ঘটে, পাহাড় যদি ধসে যায় তবে খারাপ অনেক কিছু ঘটবে বলে সতর্ক করেন তিনি।

chardike-ad

অবশ্য রাতারাতি পর্বতমালা ধসে পড়ার মতো ঘটনা সাধারণ ভাবে ঘটে না। কিন্তু উত্তর কোরিয়া পাংগি-রিতে যদি আরেকটি পরমাণু পরীক্ষা চালানো হয় তা হলে এখানকার পর্বতমালার চূড়া ধসে পড়বে।

তিনি বলেন, এ অবস্থায় উত্তর কোরিয়ার সরকারের পরমাণু পরীক্ষা বন্ধ করা উচিত। এ পরীক্ষা কেবল উত্তর কোরিয়া নয় বরং পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর জন্যও হুমকি হয়ে উঠেছে।