Search
Close this search box.
Search
Close this search box.

রোহিঙ্গা সঙ্কট: বাংলাদেশের পাশে থাকবে মালয়েশিয়া

najibবাংলাদেশ-মিয়ানমার সীমান্তে রোহিঙ্গা উদ্বাস্তুদের পাশে থাকার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। দেশটির প্রধানমন্ত্রী নাজিক রাজাক, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে রোহিঙ্গা উদ্বাস্তু সমস্যা মোকাবেলায় শুধুমাত্র বাংলাদেশ সরকার নয়; মালয়েশিয়াও পাশে থাকবে।

নাজিব রাজাক বলেন, রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিতে সম্ভাব্য সবকিছুই করবে মালয়েশিয়া।

chardike-ad

মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার দেশটির জাতীয় দৈনিক দ্য স্টারকে বলেছেন, বাংলাদেশে প্রায় সাড়ে ৩ লাখ রোহিঙ্গা পালিয়েছেন। আগে থেকেই সেখানে আরো ৫ লাখ রোহিঙ্গা বসবাস করছে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গা বিপর্যয়ের মাত্রা খুবই বড় আকার ধারণ করেছে। শনিবার দেশটির সুবাংয়ের রয়্যাল মালয়েশিয়ান এয়ার ফোর্স ঘাঁটি থেকে দেশটির এ৪০০এম সামরিক বিমানে ১২ টন ত্রাণ সহায়তা বাংলাদেশের চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে।

রোহিঙ্গা শরণার্থী সঙ্কটে বাংলাদেশ সরকারের প্রচেষ্টার প্রশংসা করে ধন্যবাদ জানান নাজিব রাজাক। আগামী ১২ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্র সফরে নাজিব রাজাক রোহিঙ্গা সঙ্কট নিয়ে অালোচনা করবেন বলে জানিয়েছেন। তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তিনি এ বিষয়টি নিয়ে কথা বলবেন।