Search
Close this search box.
Search
Close this search box.

উড়ন্ত বিমানে পাইলটের অসামাজিক কাজ

bimanপুরো যাত্রীবাহী বিমান নিয়ে পাইলট যখন আকাশে ছুটে চলছে, তখন একজন দায়িত্বশীল পাইলটই ওই মুহূর্তে ব্যস্ত সহকর্মীর সঙ্গে অসামাজিক কর্মকাণ্ডে। সম্প্রতি জার্মানির বেশ পরিচিত ‘কন্ডার এয়ারলাইন্স’ এর এক পাইলট এই কাণ্ড ঘটান।

বিমানের সেই পাইলট আবার তাদের সেই অসামাজিক কর্মকাণ্ডের ভিডিও টি ওই এয়ারলাইন্সের বাকি সহকর্মীদের দেখান। একপর্যায়ে তাদের এই অসামাজিক কর্মকাণ্ডের ভিডিওটি এয়ারলাইন্সের কর্তৃপক্ষের কাছেও চলে যায়।

chardike-ad

এর পর জার্মানির কন্ডার এয়ারলাইন্সের কর্তৃপক্ষ কঠিন সিদ্ধান্ত নেন, আর যদি তাদের এয়ারলাইন্সের কাউকে এভাবে বিমানের ভেতর কোনো অসামাজিক কর্মকাণ্ড করতে দেখেন তাহলে আইন অনুযায়ী তাকে ২ বছরের কারাদণ্ড দেওয়া হবে।

জার্মানির কন্ডার এয়ারলাইন্সটি ১৯৫৬ সালে কার্যক্রম শুরু করে। বর্তমানে এই এয়ারলাইন্সের বিমান, ইউরোপ, আমেরিকা এবং এশিয়া সহ বিশ্বের মোট ৮০টি দেশে ফ্লাই করে।