Search
Close this search box.
Search
Close this search box.

তিব্বত থেকে নেপাল পর্যন্ত কৌশলগত মহাসড়ক চালু করল চীন

china-roadচীন তিব্বত থেকে নেপাল সীমান্ত পর্যন্ত একটি কৌশলগত মহাসড়ক চালু করেছে। জি৩১৮ নামের মহাসড়ক বেসামরিক এবং প্রতিরক্ষা উভয় কাজে ব্যবহার করা যাবে বলে উল্লেখ করা হয়েছে।

শুক্রবার থেকে আনুষ্ঠানিক ভাবে চালু হয়েছে তিব্বতের শিগ্যাজ নগরীর শিগ্যাজ বিমান বন্দর নেপাল সীমান্তবর্তী ঝাংগমু পর্যন্ত মহাসড়ক। সামরিক ও বেসামরিক কাজে ব্যবহৃত বিমানবন্দর তিব্বতের দ্বিতীয় বৃহত্তম নগরীর সঙ্গে এ মহাসড়কের মাধ্যমে যোগাযোগের সময় ৩০ মিনিট থেকে এক ঘণ্টা পর্যন্ত কমবে। এ মহাসড়কের মাধ্যমে চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড বা ওবিওআর নেটওয়ার্ক চালু করার প্রথম পদক্ষেপ নেয়া হলো।

chardike-ad

বিশ্বব্যাংকের হিসাবে বলা হয়েছে, ২০১৫ সালে চীন থেকে নেপাল ৬৬০ কোটি ডলার সমপরিমাণ মাল আমদানি এবং ৬৬ কোটি ডলার সমপরিমাণ মাল রফতানি করেছে। ভারতের প্রভাব হ্রাসের লক্ষ্যে হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশটির সঙ্গে বাণিজ্য সম্পর্ক জোরদার করছে চীন।