Search
Close this search box.
Search
Close this search box.

‘উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু হয়েছে যুক্তরাষ্ট্র’

ree-young-hoযুক্তরাষ্ট্রের ‘শয়তান প্রেসিডেন্ট’ ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার নেতাকে ‘রকেটম্যান’ বলার পর অনিবার্যভাবেই যুক্তরাষ্ট্রের মূলভূখণ্ড তাদের ক্ষেপণাস্ত্রের লক্ষ্যস্থলে পরিণত হয়ে গেছে। শনিবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং হো এ হুমকি দিয়েছেন।

রি বলেছেন, ‘দীর্ঘ ও কষ্টকার সংগ্রামের পর আমরা এখন চূড়ান্তভাবে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হওয়া থেকে মাত্র কয়েক পদক্ষেপ দূরে আছি।’

chardike-ad

ট্রাম্প নিজেই ‘আত্মঘাতী মিশনে’ আছেন দাবি করে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, , ‘ওয়াশিংটন আমাদের সদরদপ্তর বা আমাদের দেশের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক হামলার ইঙ্গিত প্রদর্শন করলে পিয়ংইয়ং নিজেকে রক্ষার জন্য প্রস্তুত আছে।’

‘যুক্তরাষ্ট্রের সঙ্গে শক্তির ভারসাম্যের’ পৌঁছানো উত্তর কোরিয়ার চূড়ান্ত লক্ষ্য বলেও মন্তব্য করেন রি।

প্রসঙ্গত, ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে জাতিসংঘে দেওয়া ভাষণে বলেছিলেন, উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ওপর হামলা চালালে দেশটিকে ধ্বংস করে দেওয়া হবে। উত্তর কোরিয়ার প্রেসিডেন্টকে ‘রকেটম্যান’ আখ্যা দিয়ে বলেছিলেন, ‘রকেটম্যান নিজেকে ও তার দেশকে আত্মঘাতী অভিযানের দিকে পরিচালিত করছেন।’