Search
Close this search box.
Search
Close this search box.

ইরানে হতে যাচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সৌর বিদ্যুৎ কেন্দ্র

solar-power-plantমধ্যপ্রাচ্যের অন্যতম ক্ষমতাধর দেশ ইরান। একসময় সিল্ক রুটের দেশ হিসেবে সুপরিচিত থাকলেও বিগত কয়েক দশকে পরমানু শক্তিধর দেশ হিসেবে সেরা দশেই এর অবস্থান। আর এই যোগ্যতার বলে সারা বিশ্বে প্রায়ই অবরোধের মুখে পড়তে হয়েছে দেশটিকে। তবে সাম্প্রতিক সময়ে এই অবরোধ তুলে নেয়ায় বৃটেনের সাথে সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের একটি চুক্তি করেছে দেশটি।

আর এই চুক্তি বাস্তবায়িত হলে আগামী তিন বছরের মধ্যে ইরান হবে বিশ্বের সবচেয়ে বড় সৌর বিদ্যুৎ কেন্দ্রের মালিক! চলতি বছরের ১৩ সেপ্টেম্বর বৃটিশ একটি কোম্পানির সাথে ইরানের এই চুক্তিটি সম্পন্ন হয়।

chardike-ad

সম্প্রতি স্বাক্ষরিত এই চুক্তি অনুযায়ী সর্ববৃহৎ এই সৌর বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা হবে প্রায় ছয়শ মেগাওয়াট। আর আর্থিকভাবে হিসাব করলে তা প্রায় আধা বিলিয়ন ইউরোর একটি বিশাল অংক।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ইরানের মধ্যবর্তী অঞ্চলে এই কেন্দ্রটি নির্মিত হতে পারে। বর্তমানে ইরানের তেষট্টি মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা রয়েছে। তবে ইরানে উৎপাদিত বিদ্যুৎ এর বেশিরভাগই জীবাশ্ম জ্বালানি থেকে উৎপাদন করা হয় বলে এর খরচও বেশি।

পরমানু নিষেধাজ্ঞা শেষ হবার পর বৃটেনের সাথে ইরানের এটিই বড় ধরনের চুক্তি বলে জানা গেছে।