Search
Close this search box.
Search
Close this search box.

উত্তর কোরিয়া ভ্রমণে নিষেধাজ্ঞা মালয়েশীয়দের

northkoreaনিজেদের নাগরিকদের উত্তর কোরিয়া ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে মালয়েশিয়া। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম স্টার অনলাইন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘পরবর্তী নোটিস দেওয়ার আগ পর্যন্ত সব মালয়েশীয়কে উত্তর কোরিয়া ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হলো।’

উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ঘিরে কোরীয় উপদ্বীপে যে উত্তেজন ছড়িয়ে পড়েছে তা এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ‘পরিস্থিতি স্বাভাবিকে ফিরলে ভ্রমণ নিষেধাজ্ঞার বিষয়টি পুনঃবিবেচনা করা হবে।’

chardike-ad

উত্তর কোরিয়ার সঙ্গে যেসব দেশের মিত্রতার সম্পর্ক রয়েছে তার মধ্যে অন্যতম মালয়েশিয়া। চলতি মাসের প্রথম দিকে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ঘিরে উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের মধ্যকার সামরিক উত্তেজনা বাড়তে শুরু করে। সম্প্রতি পিয়ংইয়ংয়ের ওপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে ওয়াশিংটন। চলতি সপ্তাহের প্রথম দিকে উত্তর কোরিয়া হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এবং যুক্তরাষ্ট্রের বিমান ভূপাতিত করার অধিকার তাদের রয়েছে।