Search
Close this search box.
Search
Close this search box.

সংসদ নির্বাচন করতে চান অভিনেতা সিদ্দিক

siddikআসন্ন জাতীয় নির্বাচনে টাঙ্গাইল-১ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচন করতে চান অভিনেতা সিদ্দিক। দীর্ঘদিন ধরেই শুধু অভিনয়ই নয়, সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে নিজেকে ব্যস্ত রেখেছেন এই অভিনেতা। এবার হতে চান সংসদ সদস্য।

যার কারণে ২০১৯ সালে অনুষ্ঠিত নির্বাচনকে সামনে রেখে নিজ এলাকা মধুপুর ও ধনবাড়ী উপজেলা (টাঙ্গাইল-১) আসন থেকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রার্থী তিনি। নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্দিক নিজেই।

chardike-ad

তিনি বলেন,‌ ‘মানুষের জন্য কাজ করতে চাই আমি সবসময়। যখনই সুযোগ পাই, কারও জন্য কিছু করার চেষ্টা করেছি। সেই ভাবনা থেকেই সংসদ নির্বাচনে অংশ নেয়ার ইচ্ছা আমার অনেক দিনের। ক্ষমতাকে মানুষের কল্যাণে লাগিয়ে ভালো কিছু করতে চাই। এরইমধ্যে একটু একটু করে আমি প্রস্তুতি নিচ্ছি। সবকিছু ঠিক থাকলে আগামী নির্বাচনে অংশ নেব।’

টিভি নাটকের জনপ্রিয় এই অভিনেতা বলেন, ‘পারিবারিকভাবে আমরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। ছাত্রজীবনেও আমি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলাম। এবার আওয়ামী লীগ থেকে নির্বাচনে অংশ নেয়ার ইচ্ছা আছে। এখন পর্যন্ত এলাকায় ৩০টির বেশি জনসংযোগ করেছি। সবচেয়ে বড় কথা হচ্ছে ২০০৭ সাল থেকে আমি সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি।’

সিদ্দিক বলেন, ‘প্রধানমন্ত্রী অক্টোবরের প্রথম সপ্তাহে দেশে ফিরবেন। ওইদিন বিকেলে তার সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে। সেদিন সবকিছু চূড়ান্ত হবে। এরচেয়ে বেশি কিছু এখন বলতে চাই না।’

প্রসঙ্গত, ১৯৯৯ সালে থিয়েটার করতেন সিদ্দিকুর। এরপর অভিনয় শুরু করেন টিভি নাটকে। তার অভিনীত উল্লেখযোগ্য জনপ্রিয় নাটকের মধ্যে রয়েছে কবি বলেছেন, হাউজফুল, মাইক, হাম্বা, গ্র্যাজুয়েট, চৈতা পাগলা, রেডিও চকলেট ইত্যাদি। এছাড়া ২০১৩ সালে ‘এইতো ভালোবাসা’ নামের একটি চলচ্চিত্রে অভিনয় করেন।