স্থানীয় সময় শুক্রবার সকালে মালাক্কা প্রদেশের মারলিমাও এলাকার জালান মেম্বান সড়কে এ দুর্ঘটনা ঘটে। হালকা আঘাতপ্রাপ্ত লরিচালক এবং গুরুতর আহত অন্য দুই বাংলাদেশি কর্মীকে মেলাকা হাসপাতালে নেওয়া হয়েছে।
জাসিন জেলা পুলিশ প্রধান ডেপুটি সুপারিনটেনডেন্ট আরশাদ আবু বলেন, ১০ টন ধারণ ক্ষমতাসম্পন্ন একটি লরি সড়কের মধ্যে হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং লরিটি রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন রাইজুল মিয়া।
লরিটি নেগারি সেম্বিলানের বাহাউ’র কারখানা থেকে সেরকাম অঞ্চলের একটি কসাইখানায় নিয়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার ব্যাপারে সড়ক পরিবহন আইন ১৯৮৭ এর ৪১(১) ধারার অধীনে তদন্ত চলছে বলে পুলিশ জানায়। কালের কণ্ঠ