Search
Close this search box.
Search
Close this search box.

অভিনব কৌশলে আবর্জনামুক্ত শাহজালাল বিমানবন্দর

airport-clean-techniqueঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর বাংলাদেশের প্রধানতম বিমানবন্দর। বিদেশেী অতিথিরা ঢাকায় নামলে প্রথমেই বিমানবন্দরের পরিবেশ তাদের চোখে পড়ে। এতদিন নোংড়া পরিবেশ থাকলেও ইদানীং বদলে গেছে অপেক্ষারুমের চিত্র।

আর অভিনব এক কৌশল গ্রহণের কারণে এটি সম্ভব হয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দরের দায়িত্বর ম্যাজিস্ট্রেট আবু ইউসুফ। ফেসবুকে তিনি জানান,

chardike-ad

পূর্বে…
– কফির দাম কত?
– তিরিশ টাকা
– নিন তিরিশ, এক কাপ দিন

ফলাফল- নিচের ছবির মত
airport-clean-technique

বর্তমানে…
– কফির দাম কত?
– পঁয়ত্রিশ টাকা। তবে কফি খেয়ে কাপ ফেরত দিলে পাঁচ টাকা ফেরত পাবেন। অথবা কফি খাওয়ার পর কাপসহ তিরিশ টাকা দিলে হবে।
– দিন এক কাপ
খাওয়া শেষ করে,
– এই নেন কাপ, এই নেন তিরিশ

ফলাফল- নিচের ছবির মত
airport-clean-technique

ম্যাজিস্ট্রেট ইউসুফ আরো লিখেছেন, কফি দিয়ে উদাহরণ দিলাম মাত্র। সব পানীয় এবং খাবার আইটেমের জন্য নিয়ম একই। কেউ পাঁচ টাকা বেশি দিয়ে কিনে নিয়ে আবর্জনা যত্রতত্র ফেলে রেখে চলে গেলে অন্য কেউ কিংবা পরিচ্ছন্ন কর্মীরা তা সংশ্লিষ্ট দোকানে জমা দিয়ে পিস হিসেবে টাকা নিয়ে নেবে।

এই হলো বিমানবন্দরে ‘ময়লা দিন টাকা নিন’ প্রজেক্টের ট্রিক্স। আসলে শ্লোগানটি হতো, ময়লা জমা দিন, আপনার টাকা ফেরত নিন। কিন্তু এই কইলে মাইর খাইয়া প্রজেক্ট রাইখা আমারে ভাগতে হইতো।

ইউসুফের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিমানবন্দরের কর্মীরা। সোশ্যাল মিডিয়াতেও আলোড়ন ফেলেছে ‘ময়লা দিন টাকা নিন’ উদ্যোগ।