Search
Close this search box.
Search
Close this search box.

মালয়েশিয়ায় ভূমিধসের ঘটনায় ৩ বাংলাদেশির মরদেহ শনাক্ত

malaysiaমালয়েশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় পেনাং রাজ্যে একটি নির্মাণাধীন প্রকল্পে ভূমিধসের ঘটনায় তিন বাংলাদেশিসহ আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহত হয়েছেন ১১ বিদেশি শ্রমিক।

শনিবার (২১ অক্টোবর) সকালে পেনাংয়ের রাজধানী জর্জ টাউনে দুটি ৪৯তলা ভবন নির্মাণস্থলে এ দুর্ঘটনা ঘটে। এর আগে ১৪ জন নিহতের কথা বলা হলেও তিন শ্রমিক নিজেদের রক্ষা করতে সক্ষম হন।

chardike-ad

পেনাং রাজ্যের দমকল বাহিনীর ডেপুটি অপারেশন হেড এর্ভিন গ্যালেন তেরুকি জানিয়েছেন, রোববার বিকেল পর্যন্ত আটজনের মরদেহ উদ্ধার করতে পেরেছে এসএআর টিম।

এ আটজন হচ্ছেন নূর আলম, মনিরুল ইসলাম, হোসেইন মোহাম্মদ (বাংলাদেশ), ইউনুস নাজির হাসান (মিয়ানমার), মোহাম্মদ ইলিয়াস মোস্তাক (মিয়ানমার), রহমতুল্লাহ মোহাম্মদ সিদিক (মিয়ানমার), হসরিন, ইরউইন (ইন্দোনেশিয়া)।

বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সেলর জানান, উদ্ধারকৃত শ্রমিকদের মধ্যে বাংলাদেশি তিনজন শ্রমিককে শনাক্ত করা গেছে। এরা হলেন নূর আলম (মাগুরা), মনিরুল ইসলাম (যশোর) এবং হোসাইন মোহাম্মদ (কক্সবাজার)।

আইনি প্রক্রিয়া শেষে যতদ্রুত সম্ভব তাদের মরদেহ দেশে প্রেরণ করা হবে বলে জানান তিনি।