maties-moeমার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস মাত্তিস বলেছেন, পারমাণবিক শক্তিধর হিসেবে উত্তর কোরিয়াকে যুক্তরাষ্ট্র কখনোই মেনে নেবে না। কোনো পারমাণবিক হামলা চালালে পিয়ংইয়ংকে কঠোর সামরিক জবাব দেওয়া হবে।

শনিবার দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী সং ইয়ং-মু-এর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। এর আগে শুক্রবার দুই কোরিয়ার মধ্যবর্তী অসামরিকরণ জোন পরিদর্শণ করেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী।

chardike-ad

উত্তর কোরিয়ার উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে মাত্তিস বলেছেন, ‘কোনো ভুল নয়- যুক্তরাষ্ট্র অথবা আমাদের মিত্রদের ওপর কোনো হামলা হলে তার প্রত্যাঘাত করা হবে। পারমাণবিক অস্ত্রের কোনো ব্যবহার করা হলে কড়া সামরিক জবাব দেওয়া হবে।’

তিনি বলেন, ‘উত্তর কোরিয়াকে পারমাণবিক শক্তি হিসেবে যুক্তরাষ্ট্র মেনে নেবে এটা আমি কল্পনাও করতে পারছি না।’

এদিকে উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাধ্যম রডং সিনমান অভিযোগ করেছে, ‘যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া উন্মাদের মতো রণ দামামা বাজাচ্ছে।’ এতে আরো বলা হয়, পারমাণবিক শক্তিধর হিসেবে নিজেকে প্রদর্শণে উত্তর কোরিয়ার তীব্র গতি কখনোই কেউ পরীক্ষা করতে পারবে না।