দুবাই কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি হাফেজ খাদিজা

khadijaএ বছর প্রতিযোগিতাটির ২০তম আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে। কুমিল্লার মেয়ে হাফেজ খাদিজা ইসলামিক ফাউন্ডেশনের বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হন। তিনি ওয়ারির ফকির বানু ভবনস্থ সাউদা বিনতে জামআহ আন্তর্জাতিক বালিকা মাদরাসার ছাত্রী। কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার খন্দকার আহসান উল্লাহ মেয়ে কিশোরী হাফেজ খাদিজা।

শায়খা ফাতিমা বিনতে মোবারক আন্তর্জাতিক হলি কুরআন প্রতিযোগিতায় এ বছর ৭০টি দেশের নারী প্রতিনিধি অংশ গ্রহণ করবেন। এ প্রতিযোগিতার বিচারকের দায়িত্বও পালন করবে বিশ্ববিখ্যাত নারী হাফেজগণ।

উল্লেখ্য যে, সাউদা বিনতে জামআহ আন্তর্জাতিক বালিকা মাদরাসার ছাত্রী হাফেজ সাজেদা খাতুন ২০০৭ সালে লিবিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ৯৬টি দেশের প্রতিযোগির মধ্যে প্রথম স্থান অধিকার করেন। পরে ২০০৯ সালে জর্দানে অনুষ্ঠিত কুরআন প্রতিযোগিতায়ও তিনি দ্বিতীয় স্থান অধিকার করেন।