Search
Close this search box.
Search
Close this search box.

রিয়াদে গাছে ঝুলছে কম্বল!

saudiসৌদি আরবের রাজধানী রিয়াদের রাস্তায় গাছের ডালে ডালে ঝুলছে কম্বল। যার প্রয়োজন সে নিঃশর্তে ব্যবহার করার জন্য নিয়ে যাওয়ার জন্যই শহরটির সামর্থ্যবান লোকেরা গাছে কম্বল ঝুলিয়ে রাখার ব্যবস্থা করেছে। কারণ অঞ্চলটিতে বেজায় শীতে কষ্ট পাচ্ছে অসংখ্য লোক।

আরব নিউজের এক প্রতিবেদনে জানা গেছে গাছে কম্বল ঝুলিয়ে রাখার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বেশ ছড়িয়ে পড়েছে। সুলতান আল মউসা নামের ওই ব্যক্তি ভিডিওটি আপলোড করে ক্যাপশান দিয়েছেন, এ ধরনের কার্যকলাপ মানুষকে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ধরে রাখতে সাহায্য করবে।

chardike-ad

saudiআর্তদের প্রতি এ ধরনের সহমর্মিতার পদক্ষেপ অনেকে বেশ ভালোভাবে গ্রহণ করলেও এ নিয়ে সমালোচনার করছেন অনেকে। সমালোচকরা বলছেন আল-ওউদ, আল-বাথা কিংবা মানফুহা’র মতো দরিদ্র এলাকাগুলোতে এর বিরূপাত্মক প্রভাব পড়তে পারে।

উম জায়ান নামের রিয়াদের বাসিন্দা জানান, এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানানো গেলেও গাছে গাছে কম্বল ঝুলিয়ে রাখার পরিকল্পনাটিকে স্বাগত জানানো বেশ কঠিন। কারণ বিনামূল্যে পাওয়া দ্রব্যাদি মানসিকতার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে আল-রায়ানের মতো মধ্যবিত্ত অধ্যুষিত এলাকাগুলো।

পরিকল্পনাটি যদিও মহৎ তবুও এর ফলাফল ও ভবিষ্যৎ সম্পর্কে সচেতন হওয়া দরকার বলে উল্লেখ করেন তিনি।