cosmetics-ad

বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ভবন হচ্ছে ইয়োংসানে

জুসন ইলবো অবলম্বনেঃ জর্জ খলিফা এর পরে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ভবন হতে যাচ্ছে সিউলের বাণিজ্যিক এলাকা ইয়োংসানে। কোরিয়ার সর্বোচ্চ ১১১তলা এই ভবনের কাজ শেষ হবে ২০১৬সালে। ল্যান্ডমার্ক টাওয়ার নামের এই ভবনের ডিজাইন এবং মাস্টার প্ল্যান টিমের প্রধান রেনজো পিয়ানো (৭৫) জানিয়েছেন ল্যান্ডমার্কের ডিজাইনের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। আগামী বছরেই কনস্ট্রাকশনের কাজ শেষ হবে।এই ভবনে সর্বাধুনিক প্রযুক্তি এবং শৈল্পিক আসবাবপত্র ব্যবহার করা হবে বলে জানান তিনি।