sentbe-top

সৌদিতে নিহতদের লাশ দ্রুত দেশে আনার উদ্যোগ

saudi-accidentসৌদি আরবে নিহত ১০ বাংলাদেশির লাশ দ্রুত দেশে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার সরকারি এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়ে। সৌদি আরবের জেদ্দা থেকে ৮০০ কিলোমিটার দূরে ইয়েমেন সীমান্তবর্তী জিজান প্রদেশে গত শনিবার এক সড়ক দুর্ঘটনায় ১০ বাংলাদেশি শ্রমিক নিহত হন।

তথ্য বিবরণীতে জানানো হয়েছে, সৌদি সরকারের প্রক্রিয়া সম্পন্ন করে আগামী ২০ অথবা ২১ দিনের মধ্যে নিহতদের লাশ বাংলাদেশে ফিরিয়ে আনার পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ওয়েজ আর্নার কল্যাণ তহবিল থেকে সরকারের নিয়ম অনুযায়ী নিহত প্রত্যেকের দাফনের জন্য ৩৫ হাজার এবং ৩ লাখ টাকা সহায়তা দেওয়া হবে। এছাড়া সৌদি আরবের সংশ্লিষ্ট কোম্পানি নিহতদের পরিবারকে বীমার টাকাসহ আর্থিক ক্ষতিপূরণ দেবে বলে জানা গেছে।

এদিকে, সোমবার সকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

গত ৬ জানুয়ারি শনিবার সকাল ৭টায় বাংলাদেশি শ্রমিকরা তাদের আবাসস্থল থেকে কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হন।

sentbe-top