sentbe-top

‘নায়ক’ সিনেমার মহরতে ৭৮ হাজার টাকার কেক!

nayok-cinemaবিশাল সাইজের কেক সামনে। পিছনে দাঁড়ানো একঝাঁক তারকা। একটু পরেই এই বিশাল কেক কেটেই সিনেমার শুভ মহরত শুরু হবে। হয়েও গেছে। সিনেমার নাম নায়ক। বুধবার সন্ধায় এফডিসির তিন নাম্বার ফ্লোরে হল এই নায়ক সিনেমার যাত্রা।

যুগল পরিচালক ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত সিনেমাটিতে নায়কের ভূমিকায় অভিনয় করবেন বাপ্পী চৌধুরী। এবং তার নায়িকা হিসেবে রয়েছেন নবাগত অধরা খান। সিনেমাটির মহরতে অন্যান্য অভিনেতা চিত্রনায়ক আলমগীর ও অমিত হাসানও উপস্থিত ছিলেন।

মহরতে শুটিংয়ের জন্য নির্মিত সেটের পাশাপাশি বিশাল সাইজের কেকও উপস্থিত সবার নজর কাড়ে। এতোবড় কেক কেটে বাংলা সিনেমার মহরত খুব একটা দেখা যায় না। তাই সবার চোখ কেকের দিকেই ছিল।

ছবিটির প্রযোজক মিজানুর রহমান জানান, কেকটির দাম ৭৮ হাজার টাকা। বিশেষ কোন কারণ নেই এই কেকের পিছনে। অনেকটা শখ করেই বিশাল সাইজের কেক এনেছি। নায়কের মহরতে নায়কের মতো কেক না আনলে কী হয়? তাই আনা।

গতকাল মহরত হওয়ার পর আজ বৃহস্পতিবার থেকেই সিনেমাটির শুটিং শুরু হয়েছে। এফডিসিতে টানা শুটিং চলবে। এরপর গানের শুটিংয়ের জন্য দেশের বাইরে যাওয়ার কথা রয়েছে বলেও জানিয়েছেন নির্মাতা।

sentbe-top