Search
Close this search box.
Search
Close this search box.

আসছে মোশাররফ করিমের ‘স্বর্ণমানব’

mossarrof-sarno-manabআন্তর্জাতিক কাস্টমস দিবসে (২৬ জানুয়ারি) আসছে গোয়েন্দা কাহিনিনির্ভর বিশেষ টেলিছবি ‘স্বর্ণমানব’। দালালের সহায়তায় মধ্যপ্রাচ্য পাড়ি দিলেও সুবিধা করতে না পেরে দেশে ফেরত আসেন মোশাররফ করিম। ধার-দেনা করে নিঃস্ব হয়ে পড়েন। লোভে পড়ে হন চোরাকারবারি। অবশেষে স্বর্ণসহ শাহজালাল বিমানবন্দরে ধরা পড়েন।

গোয়েন্দা কাহিনিনির্ভর টেলিছবিটি প্রচার হবে চ্যানেল আই-তে ২৬ জানুয়ারি আন্তর্জাতিক কাস্টমস দিবসে রাত ৮টায়।

chardike-ad

এই টেলিছবি রচনা করেছেন ও সার্বিক নির্দেশনা দিয়েছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ড. মইনুল খান। চিত্রনাট্য লিখেছেন শাহরিয়ার মাহমুদ। পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ।

এতে অভিনয় করেছেন- মোশাররফ করিম, মেহজাবীন, অপর্ণা ঘোষ, আ খ ম হাসান, রওনক হাসান, আহসান হাবিব, সুজাত শিমুল ও খালিদ মাহমুদ প্রমুখ।

টেলিছবি বিষয়ে জানতে চাইলে ড. মইনুল খান রাইজিংবিডিকে বলেন, দালালের সহায়তায় মধ্যপ্রাচ্য পাড়ি দিলেও সুবিধা না পেয়ে দেশে ফেরত আসে মোশাররফ করিম। ধার-দেনা করে নিঃস্ব হয়ে পড়ে। দেনা শোধ আর মেহজাবীনের সাথে বিয়ের কথাবার্তায় আর্থিক চাপ অনুভব করে মোশাররফ করিম। চোরাচালান চক্রের সদস্য আ খ ম হাসানের খপ্পরে পড়ে যায়। শুরু হয় এয়ারপোর্ট টু এয়ারপোর্ট যাতায়াত। প্রতি চালানে নগদ টাকা। অবশেষে হার মানতে হয় তাকে।

তিনি জানান, শুল্ক গোয়েন্দা সংস্থার গোয়েন্দাদের কাজের ছাপ দেখা যাবে এ টেলিছবিতে।