Search
Close this search box.
Search
Close this search box.

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু

istemaআল্লাহু আকবর ধ্বনিতে মুখর কহর দরিয়া খ্যাত টঙ্গীর তুরাগপাড়ের বিশ্ব ইজতেমা ময়দান। আজ বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমার দ্বিতীয় পর্ব আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে। দেশ-বিদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমানের উপস্থিতিতে চলছে ইমান ও আখলাকের উপর বয়ান।

বাদ ফজর বাংলাদেশের মাওলানা ফারুক হোসেনের আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার দ্বিতীয় পর্বের আনুুষ্ঠানিকতা। এরপর বাদ জুমা বয়ান করবেন বাংলাদেশের মাওলানা হাফেজ মোহাম্মদ জুবায়ের।

chardike-ad

৫৩তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আজ প্রথম দিন। লাখো মুসল্লি বয়ান, তাশকিল, তাসবিহ-তাহলিলে কাটাচ্ছেন। প্রথম পর্বের তুলনায় এ পর্বে শীতের প্রকোপ একটু কম থাকায় মুসল্লিদের ইজতেমা ময়দানে তেমন সমস্যা হচ্ছে না। এ পর্বেও মুসল্লিদের নিরাপত্তায় থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

এছাড়া অসুস্থ মুসল্লিদের চিকিৎসার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে। গাজীপুর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সিটি কর্পোরেশনসহ সরকারি সকল দফতর সার্বক্ষণিক ভাবে মুসল্লিদের সেবা দানে ব্যস্ত সময় পার করছে।