Search
Close this search box.
Search
Close this search box.

রিয়াদে ইয়াবাসহ বাংলাদেশ বিমানের দুই ক্রু গ্রেফতার

arest-with-eyabaসৌদি আরবের রিয়াদের ‘হোটেল র‌্যাডিসান ব্লু’ থেকে গত মঙ্গলবার রাতে দেশটির গোয়েন্দা পুলিশ বাংলাদেশ বিমানের দুই ক্রুকে ইয়াবাসহ গ্রেফতার করেছে। তারা হলেন- আল মামুন শিশির ওরফে ফেরদৌস (৩০) ও আরিফ পাঠান রহিত (৩০)।

সংশ্লিষ্টরা জানিয়েছেন গত মঙ্গলবার রিয়াদের গোয়েন্দা পুলিশের একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ টিম গোপন সূত্রের ভিত্তিতে ওই হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

chardike-ad

এ বিষয়ে বিমানের রিয়াদের স্টেশন ম্যানেজারের সঙ্গে ফোনে জানতে চাইলে তিনি কোনো তথ্য নেই বলে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে নাম প্রকাশে অনিচ্ছুক বিমানের একজন ক্রু বিষয়টি নিশ্চিত করে জানান, বিজি-০৩৯ ফ্লাইটের ক্রু ছিলেন রহিত ও শিশির। রিয়াদে ইয়াবা বিক্রির অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে।

আরিফ পাঠান রহিত বেসরকারি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স শেষ করার পর গত বছর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ক্রু হিসাবে যোগ দেন। আর আল মামুন শিশিরের বাড়ি দিনাজপুরের সেতাবগঞ্জে। তিনি দুই বছর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যোগ দেন।