বৃহস্পতিবার । ডিসেম্বর ১৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ৬ মার্চ ২০১৮, ১২:৪৭ অপরাহ্ন
শেয়ার

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু


sirajulসৌদি আরবের আবাহ শহরে রাস্তা পারাপারের সময় সড়ক দুর্ঘটনায় সিরাজুল ইসলাম নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। গত শনিবার (৩ মার্চ) রাস্তা পারাপারের সময় বিপরীত দিক থেকে আসা এক নারী চালকের গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে ছিঁটকে পড়ে যান সিরাজুল ইসলাম। পরে ওই নারী চালক সিরাজুলকে আহতাবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৫ মার্চ) শেষ নিশ্বাস ত্যাগ করেন সিরাজুল।

সিরাজুল ইসলামের বাড়ি নোয়াখালী চাটখিলে। তিনি সৌদি আরবে চায়না বোন নামে একটি কোম্পানিতে কাজ করতেন। কোম্পানির কাজে তিনি আল গাছিম থেকে আবাহ যাচ্ছিলেন।