Search
Close this search box.
Search
Close this search box.

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছে বাংলাদেশের আবু রায়হান

rayahan জিম টেলিভিশনের উদ্যোগে কাতারে আয়োজন করা হয় তিজান আন নূর ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন প্রতিযোগিতা। এবছর প্রথম স্থান অর্জন করেছে বাংলাদেশের শিশু ক্বারী হাফেজ আবু রায়হান। এছাড়াও কেরাত প্রতিযোগিতায় ৪র্থ স্থান অর্জন করেছে সে।

কাতারে অবস্থানরত মুফতি আব্দুল কাইউম আজ ১১ মার্চ রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

chardike-ad

হাফেজ আবু রায়হান নারায়নগঞ্জ আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের বল্লভদী আল ইসলাহ একাডেমি ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষার্থী।

কাতার থেকে মাদ্রাসার মুহতামিম মুফতি আব্দুল কাইউম জানান, শিশু ক্বারী আবু রায়হান হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশ নিতে ২৬ ফেব্রুয়ারি কাতার যায়। সেখানে সারাবিশ্বের ৫০ দেশের প্রতিযোগিকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করে সে।

আবু রায়হান ছাড়াও এই প্রতিযোগিতায় আরও দুইটি পুরস্কার পেয়েছে বাংলাদেশ। হিফজুল কুরআন বিভাগে ২য় স্থান অর্জন করেছে ঢাকার তানযিমুল উম্মাহ মাদরাসার ছাত্র হাফেজ হাফেজ আবু রায়হান। আর কেরাত বিভাগে ৩য় হয়েছে তাহফিজুল কোরআন ওয়াস্সুন্নাহ মাদরাসার ছাত্র হাফেজ মাহমুদুল হাছান।