Search
Close this search box.
Search
Close this search box.

সৌদি বিমানবন্দরে চাকরি হারাচ্ছেন কয়েক শত প্রবাসী

soudi arabসৌদি আরবের জেদ্দাতে বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে চাকরি হারাবেন কর্মরত প্রবাসীরা। সেখানে শত শত প্রবাসীদের চাকুরিচ্যুত করে সৌদি নাগরিকদের নিয়োগ দেওয়া হবে। গত শনিবার সংবাদমাধ্যম সৌদি গ্যাজেটে এ তথ্য প্রকাশ করা হয়।

জেদ্দা এয়ারপোর্টের মহাব্যবস্থাপক প্রকৌশলী আবদুল্লাহ আল-রাইমি সব এয়ারলাইসন প্রতিষ্ঠানকে এ নির্দেশ দেন। সেখানে বলা হয়, বিমানবন্দরটিতে প্রবাসীদের সরিয়ে এক হাজার ৫০০ সৌদি নাগরিককে নিয়োগ দেওয়া হবে। এই নির্দেশ খুব শিগগিরই বাস্তবায়ন করতে বলা হয়েছে।

chardike-ad

সরকারি এই নির্দেশটি ঠিকঠাকভাবে পালন করা হচ্ছে কিনা তা দেখতে বিমানবন্দরে একটি দল নিয়মিত পরিদর্শনও করবে বলে জানা গেছে।

সৌদি আরবের তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টির জন্য এবং দেশটির কর্মক্ষেত্র সৌদিকরণের জন্য বিমানবন্দর কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে জেদ্দা বিমানবন্দরের মুখপাত্র তুর্কি আল তৈয়িব।