Search
Close this search box.
Search
Close this search box.

ত্রিপক্ষীয় বৈঠকের চেষ্টা চালাচ্ছে দক্ষিণ কোরিয়া

moon

ত্রিপক্ষীয় আলোচনার জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে দক্ষিণ কোরিয়া। দেশটির প্রেসিডেন্ট মুন জে ইন আজ যুক্তরাষ্ট্র, উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যে ত্রিপক্ষীয় আলোচনার সম্ভাবনার কথা জানিয়েছেন। আন্তঃ কোরীয় শীর্ষ বৈঠক প্রস্তুতি কমিটির একটি গুরুত্বপূর্ণ বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এই সম্ভাবনার কথা জানান।

তিনি এই ঐতিহাসিক বৈঠক সফল করার জন্য সব ধরণের প্রচেষ্টার কথা জানান। তিনি বলেন ‘আমরা চাই এই আলোচনা এবং পরবর্তী আলোচনাসমূহের মধ্য দিয়ে যেন কোরীয় উপদ্বীপে পরমাণু সমস্যার সমাপ্তি হয়। দুই কোরিয়ার একে অপরের শান্তিপূর্ণ সহাবস্থান করাটা কঠিন ব্যাপার নয়’।

ট্রাম্প এবং কিমের বৈঠকটি একান্তভাবেই দ্বিপাক্ষিক হবে এমন কথাই শোনা গেলেও বৈঠকটি ত্রিপক্ষীয় বৈঠকে রূপ নিতে পারে। আগামী মাসে মুন জে ইনের সাথে কিমের বৈঠক হলে সেটা হবে বাইরের কোনো দেশের সরকার বা রাষ্ট্রপ্রধানের সঙ্গে উত্তর কোরীয় নেতার প্রথম বৈঠক।