Search
Close this search box.
Search
Close this search box.

অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করতে আমেরিকাকে চীনের হুঁশিয়ারি

chinaচীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের পরিণতি সম্পর্কে আমেরিকাকে হুঁশিয়ারি দিয়েছে চীন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেংগ শুয়াং আজ (সোমবার) বলেছেন, চীনের অভ্যন্তরীণ বিষয়ে উসকানিমূলক তৎপরতা চালাচ্ছে আমেরিকা। এ ধরনের তৎপরতার পরিণতি ভালো হবে না।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাইওয়ান, হংকং ও ম্যাকাও-কে রাষ্ট্র হিসেবে তুলে ধরার পর তিনি এ কথা বলেন। হংকং ও ম্যাকাও চীনের দু’টি প্রশাসনিক অঞ্চল। এছাড়া তাইওয়ানকেও নিজের অবিচ্ছেদ্য অংশ হিসেবে মনে করে চীন।

chardike-ad

যেসব দেশ ও প্রতিষ্ঠান তাইওয়ানকে আলাদা রাষ্ট্র বলে মনে করে সেসব দেশ ও প্রতিষ্ঠানকে কোনো ধরণের বাধা না দিতে চীনের প্রতি আহ্বান জানান ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্পের এই আহ্বানের প্রতিবাদ জানিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বিশ্বের সব দেশ ও প্রতিষ্ঠানের উচিত চীনের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি সম্মান দেখানো।