রবিবার দক্ষিণ কোরিয়ার উইজংবুতে রথযাত্রা উৎসব

আগামী রবিবার দক্ষিণ কোরিয়ার খিয়ংগিদো প্রদেশের উইজংবুতে রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে ৭ম বারের মত র‍্যালী অনুষ্ঠিত হবে। রাধাকৃষ্ণ মন্দিরের পক্ষ থেকে রথযাত্রায় সকল বাংলাদেশীদের আমন্ত্রণ জানানো হয়েছে। প্রতিবারের মত এবারো রথযাত্রায় বাংলাদেশ, ভারত, নেপালসহ বিভিন্ন দেশের হিন্দুরা অংশ নিবেন।

যেভাবে যাবেনঃ সিউল সাবওয়ে’র ১ নাম্বার লাইনের উইজংবু স্টেশন থেকে বের হয়ে ৭২, ৩৩ অথবা ১৩৮-১ থেকে ১৩৮-৮ নাম্বার বাসে ইয়াংসানকুল বাস স্টপেজে নেমে মেইন রোড পার হয়ে ৭ মিনিট উত্তর দিকে হাটলেই রাধাকৃষ্ণ মন্দির পাবেন।  বাসে উঠার সময় অবশ্যই সংউরি যাবে কি না জেনে উঠতে হবে।