
আগামী ২১ আগস্ট মঙ্গলবার দক্ষিণ কোরিয়ায় পবিত্র ঈদ-উল আযহা উৎযাপিত হবে। একই দিনে মধ্যপ্রাচ্যসহ অন্যান্য অনেক দেশে কোটি কোটি ধর্মপ্রাণ মুসলিম দিনটি উৎসাহ উদ্দীপনার সাথে পালন করবে। দক্ষিণ কোরিয়ার প্রধান মসজিদ সিউল সেন্ট্রাল মসজিদসহ সব মসজিদ এবং নামাজঘরগুলোতে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের মত উৎসবমূখর পরিবেশে ঈদ পালন করতে না পারলেও কোরিয়ায় বাংলাদেশীরা নিজেদের মধ্যে আনন্দ ভাগাভাগির মাধ্যমে ঈদ উৎযাপন করবে। কোরিয়ান মুসলিমদের পাশাপাশি বিপুল সংখ্যক বিদেশী মুসলিম কোরিয়ায় ঈদ পালন করবে।
আজ রবিবার থেকে শুরু হচ্ছে পবিত্র জিলহজ মাস। সে হিসাবে জিলহজ মাসের ১০ তারিখ হয় ২১ আগস্ট। ওই দিন পবিত্র ঈদুল আজহা তথা কুরবানির ঈদ উদযাপিত হবে।
সাধারণত ভৌগোলিক অবস্থানের কারণে সৌদিআরবের একদিন পরে বাংলাদেশে ঈদ উৎযাপন হয়। সেই হিসেবে দক্ষিণ কোরিয়ায় ২১ তারিখ ঈদুল আযহা উৎযাপন হলেও বাংলাদেশে ২২ আগস্ট ঈদুল আজহা উদযাপিত হওয়ার সম্ভাবনাই বেশি।