cosmetics-ad

ফাইভ জি' সেবা পৌঁছে দিতে কাজ শুরু করেছে দক্ষিণ কোরিয়া

সিউল, ৬ জানুয়ারী ২০১৪:

গ্রাহকদের কাছে ২০২০ সালের মধ্যে ‘ফিফথ জেনারেশন ওয়্যারলেস সিস্টেম – ফাইভ জি’ সেবা পৌঁছে দিতে কাজ শুরু করেছে দক্ষিণ কোরিয়া।

title_LTE-A_5G

খুব কম সময়ের মধ্যে গ্রাহকদের কাছে ফোর-জি সেবা পৌঁছে দিতে পারায় বছরের শুরুতেই ফাইভ-জি প্রকল্পের কাজ হাতে নিয়েছে দেশটির সরকার। নতুন পরিকল্পনা অনুযায়ী, ফোর-জি নেটওয়ার্কের তুলনায় ১ হাজার গুণ দ্রুত কাজ করবে ফাইভ-জি নেটওয়ার্ক। এর মাধ্যমে হাই ডেফিনেশনের মুভি ডাউনলোড করতে সময় লাগবে মাত্র কয়েক সেকেন্ডে। এছাড়া থাকবে এইচডি ভিডিও কল করা এবং থ্রিডি মুভি ডাউনলোড করার সুবিধা। এর মধ্য দিয়ে নতুন প্রায় ৫ লাখ ৭০ হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি এ খাতের আয় থেকে দেশের সামগ্রিক অর্থনীতিতে যোগ হবে প্রায় ৯৪ ট্রিলিয়ন ডলার।