Search
Close this search box.
Search
Close this search box.

এবার ভুটানবধের প্রস্তুতি কিশোরীদের

footbal-teamসাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপের মাঝামাঝিতে দাঁড়িয়ে বাংলাদেশ। দুই ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠে গেলো লাল-সবুজ জার্সিধারী কিশোরীরা। শিরোপা ধরে রাখতে প্রয়োজন আর দুটি জয়। যার প্রথমটি বৃহস্পতিবার সেমিফাইনাল। প্রতিপক্ষ স্বাগতিক ভুটান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়।

দক্ষিণ এশিয়ার মেয়েদের নতুন এ টুর্নামেন্টে বাংলাদেশ এখন আলোচিত নাম। গত ডিসেম্বরে ঘরের মাঠে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের লক্ষ্যে এগিয়ে চলছে। কোনো দলই কুলিয়ে উঠতে পারছে না বাংলাদেশের কিশোরীদের সঙ্গে।

chardike-ad

পাকিস্তানকে ১৪-০ গোলে গুঁড়িয়ে দেয়ার পর নেপালকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। সোমবার নেপালকে হারিয়ে এ টুর্নামেন্টে টানা ষষ্ঠ জয় পেয়েছে বাংলাদেশ। ৬ ম্যাচে কোনো গোলও হজম করেনি মেয়েদের এই দল।

টুর্নামেন্টের গতিচিত্রটা আভাস দিচ্ছে এবারও শিরোপা লড়াইটা হবে বাংলাদেশ এবং ভারতের মধ্যে। বৃহস্পতিবার প্রথম সেমিফাইনালে ভারত খেলবে নেপালের বিরুদ্ধে। দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ভুটান। গ্রুপ পর্বের পারফরম্যান্স বাংলাদেশ-ভারতকেই ফাইনালের দুই দল হিসেবে এগিয়ে রাখছে।

গোলাম রব্বানী ছোটনের অধীনে নিরবচ্ছিন্ন অনুশীলন করে আসার ফলই পাচ্ছে কিশোরী ফুটবলাররা। ডিসেম্বরে সাফ জয়ের পর এ বছর মার্চে হংকংয়ের আমন্ত্রণমূলক টুর্নামেন্টেও চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। নারী ফুটবল থেকে আরেকটি শিরোপা জয়ের আশায় এখন বাফুফে কর্মকর্তারা।

গ্রুপ পর্বের পর বাংলাদেশ ৩ দিন সময় পেয়েছে সেমিফাইনালের প্রস্তুতি। মঙ্গলবার গোলাম রব্বানী ছোটন চাংলিমিথাং স্টেডিয়ামে মেয়েদের অনুশীলন করিয়েছেন। অনুশীলনে দেখা গেলো দারুণ ফুরফুরে মেজাজে রয়েছে কিশোরী ফুটবলাররা। এরপর সন্ধ্যায় দলীয় কোচ টিম মিটিং করেছেন মারিয়া, তহুরা, সাজেদাদের নিয়ে।