Search
Close this search box.
Search
Close this search box.

ইরান সম্পর্কে কিছু মজার তথ্য

irani-coupleইরান দক্ষিণ-পশ্চিম এশিয়ায় পারস্য উপসাগরের তীরে অবস্থিত একটি রাষ্ট্র। দেশটির জনগণ জাতিগত ও ভাষাগতভাবে বিচিত্র হলেও এরা প্রায় সবাই মুসলিম। শতাব্দীর পর শতাব্দী ধরে এ অঞ্চলটি ইসলামের শিয়া মতাবলম্বীদের কেন্দ্র। ইরানে বিশ্বের অন্যতম বৃহৎ খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার আছে। আজকের আয়োজনে আমরা মধ্যপ্রাচ্যের দেশ ইরান সম্পর্কিত কিছু মজার তথ্য জানবো। তো চলুন জেনে নেয়া যাক-

১) পার্সিয়ান ভাষায় ‘ইরান’ শব্দের অর্থ আর্য/আরিয়ানদের ভূমি।

chardike-ad

২) ২০১২ সালে ইরানের পুলিশ প্রধান গুগলকে আমেরিকার গোয়েন্দাগিরির যন্ত্র ঘোষণা দিয়ে নিজেদের নিজস্ব ইন্টারনেট ব্যবস্থা গড়ে তোলার ঘোষণা দেয়।

৩) যদি কোন ইরানি দম্পতি বিয়ের লাইসেন্স নিতে চায় তবে তাদের বাধ্যতামূলক এক ঘন্টাব্যাপী গর্ভনিরোধ সম্পর্কে লেকচার শুনে তারপর সার্টিফিকেট নিতে হয়।

৪) ইরানের রাজধানী তেহরান বায়ুদূষণপূর্ণ একটি শহর। প্রতিদিন ওখানে প্রায় ২৭ জন মারা যায় বায়ুদূষণ সম্পর্কিত কোন রোগে।

৫) বিশ্বের মোট তেল মজুদের ১০ ভাগ রয়েছে ইরানে।

৬) ইরানে মাত্র একটি নদী রয়েছে এবং এই নদীতে সামান্য কিছু অংশে নৌকা চলে!

৭) প্রায় ৭০ ভাগ ইরানীর বয়স ৩০ বছরের নিচে!

sentbe-ad৮) ইরানে যদি কোন নারী ধর্ষিত হয় তবে পুলিশের ক্ষমতা আছে কোন ব্যাক্তিকে জোর করে সেই নারীর সাথে বিবাহ দেয়ার। বিবাহের পরপরই পুরুষ চাইলে ডিভোর্স দিতে পারে।

৯) ইরানে স্ত্রী হিসেবে ডিভোর্সি নারীর চাহিদা অবিবাহিত নারীর চেয়ে বেশি!

১০) ইরানের ৮০ ভাগ মানুষ শহরে বাস করে।

১১) অবিশ্বস্য হলেও সত্য যে ইরানের রাজধানী তেহরানে প্রায় ৮৪ হাজার নারী পতিতাবৃত্তিতে জড়িত।

১২) মধ্যপ্রাচ্যের একমাত্র কনডম ফ্যাক্টরি ইরানেই অবস্থিত।

১৩) ইরানে ৯ বছর হলেই মেয়েরা বিয়ে করতে পারে আর ১৫ বছর হলে ছেলেরা বিয়ে করতে পারে।

১৪) ইরানে পুরুষদের টাই পরা নিষেধ।

১৫) ইরানে আমেরিকান মুভি দেখা নিষেধ। তাই চড়া দামে ওখানকার মানুষ লুকিয়ে আমেরিকান মুভির সিডি-ডিভিডি কিনে দেখে!

১৬) ইরানে ব্লগিং খুব জনপ্রিয়। দেশটিতে প্রায় ৭ লক্ষ ব্লগার রয়েছে।

সৌজন্যে- ফাপরবাজ