শুক্রবার । ডিসেম্বর ১৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ১২ জানুয়ারী ২০১৪, ৫:২২ অপরাহ্ন
শেয়ার

কোরিয়ান প্রবাসীর অকাল মৃত্যু


সিউল, ১২ জানুয়ারী ২০১৪:

কোরিয়ান প্রবাসী নিকেন বিশ্বাস গত শুক্রবার সিউলের একটি হাসপাতালে মারা গেছেন। তিনি দীর্ঘদিন ধরে জন্ডিসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

1497795_410681569035521_1981864672_n২৬ বছর বয়সী নিকেন বিশ্বাস ২০১৩ সালের জুলাইয়ে চাকরি নিয়ে কোরিয়া এসেছিলেন। কোরিয়া আসার পরে জন্ডিসের নিয়মিত চিকিৎসা নিয়ে আসছিলেন। বেশি অসুস্থ হওয়ার পর ২মাস আগে সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি বুরামে হাসপাতালে ভর্তি করানো হয়।

উল্লেখ্য, নিকেন বিশ্বাসের বাড়ি মুন্সিগঞ্জের সিরাজদিখান থানার পাওসারের লালপুর গ্রামে।