cosmetics-ad

কুয়েতি সুন্দরীকে ৩০ লাখ রিয়ালের উপহার দিলেন সৌদি বাদশাহ

halima

কুয়েতের টিভি উপস্থাপিকা এবং সামাজিক মাধ্যমে জনপ্রিয় তারকা হালিমা বোল্যান্ডকে ত্রিশ লাখ রিয়াল মূল্যের বেশ কিছু উপহার সামগ্রী পাঠিয়েছেন সৌদি বাদশাহ সালমান। এ নিয়ে উত্তপ্ত পুরো দেশ। সৌদি বাদশাহ রিয়াদে এই তারকার হোটেল রুমে বিলাসবহুল নানাপণ্য উপহার হিসেবে পাঠিয়েছেন বলে দেশটির আল আরাবি নামের একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানানো হয়।

সৌদি বাদশাহর এই বিলাসবহুল উপহার দেওয়া নিয়ে সামাজিক মাধ্যমে উপহাস করছে মানুষ। তবে বাদশাহর নাম ব্যবহার করে ওই উপস্থাপিকার সঙ্গে প্রতারণায় জড়িত সন্দেহে মঙ্গলবার তিন ব্যক্তিকে আটক করেছে সৌদি কর্তৃপক্ষ।

ইন্সটাগ্রামে ৩৭ বছর বয়সী এই তারকার ফলোয়ারের সংখ্যা ৩৫ লাখের বেশি। সোমবার তিনি সেখানে একটি ভিডিও পোস্ট করেন। তাতে দেখা যায় হোটেল কক্ষে পাওয়া উপহারের বক্স খুলছেন তিনি। আর বক্সের ভেতর থেকে একে একে বের করেন স্বর্ণালঙ্কার, ফুল আর কাপড়।

তিনি বলেন, হোটেলের কক্ষে ঢোকার সময় এক কর্মচারী অনেকগুলো উপহার বোঝাই একটা ট্রলি তার রুমে দিয়ে যায়। এই বিলাসবহুল উপহারগুলোর মধ্যে ছিলো অনেকগুলো সুগন্ধীর বোতলসহ সুসজ্জিত একটা বক্স। সেখানে বাবামা সহ তার নাম খোদাই করা ছিল।

বক্সের ভেতর একটি বার্তায় লেখা ছিল, ‘হালিমা আবদুল জলিল বোল্যান্ড, বিশ্বের সেরা সুন্দরী। যার পায়ের তলায় মাথানত করবে পুরো পৃথিবী।

ওই ভিডিওতে দেখা যায়, বক্সের ভেতরের ওই চিঠিতে সৌদি বাদশার সিলমোহর আঁকা আছে। আর এর পরপরই আরবিতে লেখা ‘হালিমাকে উপহার পাঠিয়েছেন বাদশাহ’ এই হ্যাসট্যাগ ছড়িয়ে পড়ে সৌদি আরবে। এছাড়াও টুইটারে সৌদি বাদশাহর এই দামী উপহার এবং সৌদি রাজপরিবারের দুর্নীতি নিয়ে অনেকে উপহাস করেছেন।

সংযুক্ত আরব আমিরাতের একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সৌদি পুলিশ সৌদি বাদশাহর নাম ভাঙ্গিয়ে ওই তারকার সঙ্গে প্রতারণার অভেযাগে তিনজনকে আটক করেছে। এদের মধ্যে একজন সৌদি নাগরিক ছাড়াও ভারতীয় এবং লেবাননের দু’জন রয়েছে। তবে হালিমা বা সৌদি কর্তৃপক্ষ কেউই এ উপহার বা প্রকৃত ঘটনা সম্পর্কে এখনো কোনো বিবৃতি দেয়নি।