Search
Close this search box.
Search
Close this search box.

পাঁচ হাজারি ক্লাবে মুশফিক

mushএশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ক্যারিয়ারে ৫ হাজার রানের অনন্য মাইলফলক স্পর্শ করলেন মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম। ক্যারিয়ারের ১৯০তম ম্যাচে অনন্য এই রানের দেখা পান ৩১ বছর বয়সী এই ডানহাঁতি মিডল অর্ডার।

এ ম্যাচের আগে অনন্য উচ্চতার এই রান সংগ্রহে মুশফিকের প্রয়োজন ছিলো মাত্র ৭ রান। ইনিংসের ১১তম ওভারের গুলবাদিন নাইবের ২য় বলটি চার হাঁকিয়ে ৫ হাজারের ঘরে পৌঁছে যান মুশি। এর ফলে সংক্ষিপ্ত সংস্করণের ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রাহকদের ভেতরে নিজের অবস্থান আরও সুসংহত করলেন মুশফিক।

chardike-ad

আগে ৪৯৯৩ রান নিয়ে তিনে থাকা এই ডানহাতি ব্যাটসম্যান ছিলেন তিনে। এখনও সেখানেই আছেন। ৫৪৮২ রান নিয়ে দুইয়ে সাকিব আল হাসান। আর ৬৩০৭ রানে শীর্ষে তামিম ইকবাল।