Search
Close this search box.
Search
Close this search box.

লিবিয়ায় কোরিয়ান নাগরিক অপহরণ

অনলাইন প্রতিবেদক, সিউল, ২০ জানুয়ারি ২০১৪:

কোরিয়া ট্রেড এজেন্সী (কটরা) লিবিয়া ইউনিটের প্রধান হান সক উ’কে অপহরণ করা হয়েছে। কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে অজ্ঞাত ৪জন অস্ত্রধারী অপহরণকারী ত্রিপোলীর কর্মস্থল থেকে ফেরার পথে তাকে গাড়ি থামিয়ে তুলে নিয়ে যায়। গতকাল কোরিয়ান সময় রাত সাড়ে বারোটায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছে কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

chardike-ad

top(0)হান’কে অপহরণের কোন কারণ এখনো উৎঘাটন করতে পারেনি সেদেশের কর্তৃপক্ষ। কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় হান’কে মুক্ত করা এবং অপহরণকারীদের উদ্দ্যেশ্য খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা হানকে মুক্ত করতে সব ধরণের প্রচেষ্টাই চালাবে। কোরিয়ান সরকার ইতিমধ্যে লিবিয়ার সরকারকে হানের মুক্তির ব্যাপারে সহায়তা চেয়েছে। কোরিয়ান সরকার হানকে মুক্তির জন্য একটি স্পেশাল ফোর্স পাঠানোরও চিন্তা করছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা।