Search
Close this search box.
Search
Close this search box.

বাংলাদেশ কমিউনিটি ইন কোরিয়া’র এর প্রথম কমিটি গঠন ৯ ফেব্রুয়ারী

অনলাইন প্রতিবেদক, ২৮ জানুয়ারী, ২০১৪:

আগামী ৯ ফেব্রুয়ারী গঠিত হবে বাংলাদেশ কমিউনিটি ইন কোরিয়া (বিসিকে) এর প্রথম পূর্ণাঙ্গ কমিটি। কোরিয়া প্রবাসী সকল পেশার বাংলাদেশীদের নিয়ে ‘বাংলাদেশ কমিউনিটি ইন কোরিয়া’ (বিসিকে) এর প্রথম পূর্ণাঙ্গ কমিটি গঠন করার লক্ষ্যে ৯ ফেব্রুয়ারী এক উন্মুক্ত সভা অনুষ্টিত হবে। কোরিয়ান একচেন্জ ব্যাংক এর হেড অফিসের মিরে শিল এ বাংলাদেশ কমিউনিটি ইন কোরিয়া’র সমন্বয় কমিটি এই অনুষ্ঠানের আয়োজন করবে।

chardike-ad

btff

‘বাংলাদেশ কমিউনিটি ইন কোরিয়া’ বাংলাদেশী প্রবাসীদের মাঝে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও যোগাযোগের সেতু বন্ধনের ভুমিকা রাখবে। কোরিয়াতে বসবাসরত ব্যবসায়ী,বিভিন্ন পেশাজীবি, গবেষক, ছাত্র, ইপিএসসহ নানা পেশায় কর্মরত সকল প্রবাসীদের বিপদ আপদে পাশে দাঁড়ানো, বাংলা সাংস্কৃতির বিকাশসহ বাংলাদেশীদের কল্যাণে একটি ফোরাম হিসাবে বাংলাদেশ কমিউনিটি ইন কোরিয়া যাত্রা শুরু করে।

বাংলাদেশ কমিউনিটি ইন কোরিয়া (বিসিকে) সমন্বয় কমিটির পক্ষ থেকে প্রবাসে সকলকে রাজনৈতিক সংকীর্ণতার উর্ধ্বে উঠে সুন্দর-আলোকিত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে ৯ই ফেব্রয়ারির মিটিং এ উপস্থিত থাকার আহবান জানান।

অনুষ্ঠানের সময়সূচী

১ম পর্ব:সকাল ১১টা
– পবিত্র ধর্মগ্রন্হসমুহ থেকে পাঠ।
– উপস্হাপক বা সঞ্চালক কর্তৃক সবার উদ্দেশ্য মিটিং এর লক্ষ্য উপস্হাপন।
– গঠনতন্ত্র কমিটি কর্তৃক বিভিন্ন পেশার প্রতিনিধি নির্বাচনের পদ্ধতি বর্ণনা।

২য় পর্ব:সকাল ১১.৩০টা
– বিভিন্ন পেশার সদস্যেদের মধ্যে ঘরোয়া আলোচনা, নিজেদের প্রতিনিধি নির্বাচন।
– বিভিন্ন পেশার প্রতিনিধিদের নাম সমন্বয় কমিটির কাছে হস্তান্তর।

৩য় পর্ব:দুপুর ১টা
– সমন্বয় কমিটি বিলুপ্তি ঘোষণা।
– নতুন কমিটি গঠনের জন্য নির্বাচন কমিশন গঠন।
– নতুন কমিটি ঘোষণা।