Search
Close this search box.
Search
Close this search box.

অবশেষে মিলিত হচ্ছে দুই কোরিয়ার পরিবার

সিউল, ৫ ফেব্রুয়ারি, ২০১৪:

উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া তিন বছরেরও বেশী সময় পর এ প্রথম বারের মতো চলতি মাসের শেষের দিকে পরিবার একত্রীকরণের বিষয়ে বুধবার সম্মত হয়েছে। ১৯৫০-৫৩ সাল পর্যন্ত দুই কোরিয়ার মধ্যে যে যুদ্ধ চলে সেই যুদ্ধে এসব পরিবার বিচ্ছিন্ন হয়ে পড়ে।

chardike-ad

119375দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ মন্ত্রনালয় জানায়, সীমান্তবর্তী পানমুনজম গ্রামে বুধবারের বৈঠকে উভয় পক্ষের সরকারি কর্মকর্তারা কোরীয় যুদ্ধের ফলে আলাদা হয়ে পড়া দুই কোরিয়ার পরিবার একএীকরণের ব্যাপারে সিদ্ধান্ত নেন। তাদের এই সিদ্ধান্ত মোতাবেক আগামী ২০-২৫ ফেব্র“য়ারি উত্তর কোরিয়ার মাউন্ট কুমগাং অবকাশ কেন্দ্রে এসব পরিবারের সদস্যরা একত্রিত হবে।

উল্লেখ্য, গত বছর সেপ্টেম্বরে এসব পরিবারের সদস্যদের একত্রীকরণে দুই কোরিয়া সম্মত হলেও নির্ধারিত সময়ের মাত্র চারদিন আগে উত্তর কোরিয়া বেঁকে বসে। দেশটি দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে শত্রুতার অভিযোগ তোলায় তা ভেস্তে যায়।