Search
Close this search box.
Search
Close this search box.

উত্তর কোরিয়া পরমাণু পরীক্ষার জন্য প্রস্তুত

সিউল, ১০ ফেব্রুয়ারি, ২০১৪:

উত্তর কোরিয়া ৪র্থ দফায় পরমাণু পরীক্ষা করতে যাচ্ছে এবং এ জন্য তাদের প্রস্তুতি চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী কিম-কোয়ান জিন। রাজধানী সিউলে তিনি আজ (সোমবার) এ কথা জানিয়েছেন।

chardike-ad

কিম-কোয়ানের উদ্ধৃতি দিয়ে দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহ্যাপ জানিয়েছে, উত্তর-পূর্বাঞ্চলীয় পুনগে-রি এলাকায় এ পরীক্ষা চালানোর পরিকল্পনা নিয়েছে উত্তর কোরিয়া। এর আগে, সর্বশেষ পরমাণু পরীক্ষাও সেখানে চালানো হয়েছিল।

atom bomb explosion-1749637তবে, দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী তার দেশের জাতীয় সংসদকে আশ্বস্ত করেছেন যে, খুব শিগগিরি পিয়ংইয়ং এ পরীক্ষা চালাবে না।

তিনি আরো জানিয়েছেন, উত্তর কোরিয়া আবারো দীর্ঘ পাল্লার রকেটের পরীক্ষা চালানোর চিন্তা করছে। আগেরবারও উত্তর কোরিয়া একইসঙ্গে দুই পরীক্ষা চালিয়েছিল। কিম-কোয়ান জিন বলেন, সবই নির্ভর করছে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতৃত্বের সিদ্ধান্তের ওপর।