cosmetics-ad

কোরিয়ার ‘ব্র্যান্ড ভ্যালু’ বিশ্বে ১৬তম

অনলাইন প্রতিবেদক, সিউল, ১২ ফেব্রুয়ারি, ২০১৪:

২০১৩ সালে আন্তর্জাতিক বিশ্বে দক্ষিণ কোরিয়ার ‘ব্র্যান্ড ভ্যালু’ আগের বছরের তুলনায় এক ধাপ এগিয়ে ১৬তম অবস্থান অধিকার করেছে। লন্ডনভিত্তিক সম্পদের হিসাবনিকাশ নিয়ে কাজ করা পরামর্শক সংস্থা ব্র্যান্ড ফিন্যান্সের বার্ষিক সমীক্ষায় এ তথ্য পাওয়া গেছে। ৭৭ হাজার ৫ শ’ কোটি ইউএস ডলারে মূল্যায়িত কোরিয়ার ‘ব্র্যান্ড ভ্যালু’ ২০১২ সালের তুলনায় বেড়েছে ৭ শতাংশ। এর আগে ২০১০ ও ’১১ সালে টানা দু’বছর ১৬তম অবস্থানেই ছিল কোরিয়া।

images

তালিকায় প্রথম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির ‘ব্র্যান্ড ভ্যালু’ গেলো বছর ছিল ১৭ লক্ষ ৯৯ হাজার কোটি ইউএস ডলার। সেরা দশে পরের অবস্থানগুলো যথাক্রমে চীন, জার্মানি, যুক্তরাজ্য, জাপান, ফ্রান্স, কানাডা, ব্রাজিল, ভারত ও অস্ট্রেলিয়ার।

ব্র্যান্ড স্ট্রেন্থ ইন্ডেক্সের উপর ভিত্তি করে প্রণীত এ তালিকায় দেশগুলোর বিনিয়োগ, পর্যটন, উৎপাদন ও মানবসম্পদ খাতে জোগান, নির্বাহ ও ফলনের উপর গুরুত্ব আরোপ করা হয়। এছাড়া বিদেশী ভোক্তা ও বিনিয়োগকারীদের মাঝে দেশটির সুনাম ও ভাবমূর্তিকেও বিবেচনায় আনা হয়।